প্রত্যেক কাজ করার একটা নির্দিষ্ট নিয়ম ও সময় থাকে । প্রত্যেক কাজের নির্ধারিত নিয়ম ও সময়ের সারণীকে রুটিন বলা হয় । পড়াশোনার ক্ষেত্রে তো রুটিন কথাটা ছোটো থেকে বড় সকলেই জানে । একজন শিক্ষার্থীর কাছে পড়াশোনা করার দৈনন্দিন রুটিন থাকাটা অত্যন্ত জরুরী । দৈনন্দিন রুটিন অনুসরণ করে পড়াশোনা করলে সফলতা আসবে । এতে কোনো সন্দেহ নেই । সুতরাং, শিক্ষার্থীর পড়াশোনা যাতে নিয়মিত একটা সুনির্দিষ্ট রুটিন অনুযায়ী করতে সহজ হয় তাই সোনার বাংলা পাঠশালার নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীর দৈনন্দিন ক্লাস রুটিন নিম্নে দেওয়া হল । আপনি চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে প্রত্যেক শ্রেণীর দৈনন্দিন ক্লাস রুটিন ডাউনলোড করে নিতে পারেন ।
শ্রেণী | রুটিন |
---|---|
নার্সারী | Download |
কে.জি | Download |
প্রথম | Download |
দ্বিতীয় | Download |
তৃতীয় | Download |
চতুর্থ | Download |
পঞ্চম | Download |
ষষ্ঠ | Download |
All Classes | Download |